বুধবার, ২৯ মে, ২০২৪

ঝিনাইদহে একজনকে গলাকেটে হত্যা || ঝিনেদা24

ঝিনাইদহের মহেশপুরে শাহাজাহান ফকির নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৮ মে) রাতে উপজেলার বেলের মাঠ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত শাহাজাহান চিশতিয়া তরিকার একজন অনুসারী। তিনি মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বামুনগাছি গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে।

স্থানীয়দের থেকে জানা যায়, গেল রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দু’ব্যক্তি শাহজাহানের বাড়িতে এসেছিল। এরপর স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে হত্যা করে পালিয়ে যায় তারা। সকালে তার অসুস্থ স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের খবর দেয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে শাহজাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এমপি আনার হত্যা: তদন্তাধীন মামলায় গণমাধ্যমে বক্তব্য দেয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ

কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে আনার খুন হন, মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে, সেই বাসার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয় চার কেজিরও বেশি মাংসখণ্ড, চুল ও হাড়ের গুঁড়া। ফাইল ছবি


ডেস্ক রিপোর্ট: হাইকোর্টের রায়ের আলোকে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলাসহ তদন্তাধীন মামলায় গণমাধ্যমে বক্তব্য দেয়া বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি ও ঢাকার পুলিশ কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজ অবধি তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারত সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত পরিচালনা করছে।

অন্যদিকে ইলেকট্রনিক, প্রেস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়েল টাইম আপডেট প্রচার করা হচ্ছে। সাংবাদিকরা নানা ধরনের প্রশ্ন করছেন। কর্তৃপক্ষ গণমাধ্যমের সামনে উত্তর প্রদান করছে। এতে ছোটখাটো অনেক বিষয় উঠে আসছে। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যম পছন্দ অনুযায়ী হেডলাইন করছে। ফ্রিল্যান্সার ব্যক্তিরা খণ্ডাংশ উল্লেখ করে ইউটিউব, ফেসবুক, টিকটকসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করছেন। এ বিষয়ে হরেক-রকম বিভ্রান্তিও তৈরি হচ্ছে।

এ বিষয়ে হাইকোর্ট বিভাগ আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০) মামলায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

হাইকোর্ট বলেছেন, বিভিন্ন আলোচিত অপরাধের তদন্ত চলাকালীন পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার অভিযুক্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট আদালতে হাজির করার আগেই বিভিন্নভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়, যা অনেক সময় মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে অমর্যাদাকর ও অঅনুমোদনযোগ্য এবং বিভিন্ন মামলার তদন্ত সম্পর্কে অতি উৎসাহ নিয়ে গণমাধ্যমের সামনে ব্রিফিং করা হয়ে থাকে।

আমাদের স্মরণ রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আদালতে একজন অভিযুক্ত বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাবে না যে তিনি প্রকৃত অপরাধী বা তার দ্বারাই অপরাধটি সংঘটিত হয়েছে।

গণমাধ্যমের সামনে গ্রেফতার কোনো ব্যক্তিকে এমনভাবে উপস্থাপন করা সঙ্গত নয় যে, তার মর্যাদা ও সম্মানহানি হয় এবং তদন্ত চলাকালে অর্থাৎ পুলিশ রিপোর্ট দাখিলের আগে গণমাধ্যমে গ্রেফতার কোনো ব্যক্তি বা মামলার তদন্ত কার্যক্রম সম্পর্কে এমন কোনো বক্তব্য উপস্থাপন সমীচীন নয়, যা তদন্তের নিরপেক্ষতা নিয়ে জনমনে বিতর্ক বা প্রশ্ন সৃষ্টি করতে পারে।

নোটিশে বলা হয়েছে, হাইকোর্টের রায়ের আলোকে গণমাধ্যমে তদন্তাধীন মামলার বিষয়ে বক্তব্য প্রচার বন্ধ না করলে উচ্চ আদালতে রিট করা হবে।

গেলো ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কলকাতার অদূরে বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে এক রাত থাকার পর ১৩ মে দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ১৮ মে সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বন্ধু। এর পর ২২ মে সিআইডি জানায়, নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের ৫৬-বিইউ ফ্ল্যাটে এমপি আনার খুন হয়েছেন।

এদিকে কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে আনার খুন হন, মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে, সেই বাসার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয় চার কেজিরও বেশি মাংসখণ্ড, চুল ও হাড়ের গুঁড়া।

মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবরটি। তার কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্তি পুলিশ কমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, এগুলো আনোয়ারুল আজিমের কি-না, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ভারতের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে। আর ডিএনএ পরীক্ষার জন্য আজ (বুধবার) এমপিকন্যা ডরিন কলকাতায় যেতে পারেন বলে জানান তিনি।

কোটচাঁদপুর থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : ফেন্সিডিলসহ মুস্তাফিজুর রহমান

ঝিনাইদহ থেকে, রবিন মাহমুদ-

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ মুস্তাফিজুর রহমান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক দল। 

আজ সকাল (২৯' মে) আনুমানিক ৭:৫৫ মিনিটে কোটচাঁদপুর কাগমারী মোড়, যাত্রী ছাউনী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গার বেগমপুরের মোঃ জমির হোসেনের ছেলে। 

ঝিনাইদহ ডিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ওই মাদক ব্যাবসায়ী অভিনব কায়দায় একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে উপরের অংশে অনুমান ৬/৭ কেজি সবজি (শসা, কাচকলা, করলা, কচুরমুখি) তার নিচে অনুমান ৮ কেজি চাউলের ভেতর ৩৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংরক্ষণ করেছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দ করাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এমপি আজিমের মেয়ে-ভাইকে নেওয়া হচ্ছে কলকাতায় | ঝিনেদা24

ছবি: এমপি আনার ও তার মেয়ে ডরিন


নিউজ ডেস্ক : কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছিল সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে ৪ কেজি ‘টুকরো মাংস’ পাওয়া গেছে। এগুলো এমপি আজিমের দেহাংশ কি না তা নিশ্চিত করতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় নেওয়া হচ্ছে। সঙ্গে যাচ্ছেন এমপি আজিমের ভাই।

মঙ্গলবার (২৮ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ এ তথ্য জানান। এমপি আজিম হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে তার নেতৃত্বাধীন ৩ সদস্যের একটি গোয়েন্দা দল কলকাতায় অবস্থান করছে।

তিনি বলেন, এমপি আজিমের পরিবারের কাউকে কলকাতায় নিয়ে আসা ছাড়া দ্রুততম সময়ে মরদেহ শনাক্তকরণ সম্ভব নয়। তার মেয়ে ডরিনকে ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। দু একদিনের মধ্যে ডরিন এবং এমপির ভাই কলকাতায় আসতে পারেন।

এর আগে এমপি আজিম হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহের খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। 

এই হত্যাকাণ্ডের ১৫ দিন পর মঙ্গলবার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের সেফটিক ট্যাংক থেকে মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে। তবে এটি এমপি আজিমের মৃতদেহের খণ্ডিত অংশ কিনা, তা ফরেনসিক পরীক্ষার পর চূড়ান্তভাবে জানা যাবে বলে জানিয়েছে দুই দেশের গোয়েন্দা বাহিনী। 

গত ১৩ মে সঞ্জীভা গার্ডেনের যে ফ্ল্যাটে বাংলাদেশি এমপি আজিমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল সেই আবাসিক ভবনের সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরো উদ্ধার করা হয়। সেপটিক ট্যাংকের তলায় মাংসের টুকরাগুলো জমা হয়েছিল। 

সঞ্জীভা গার্ডেনের এক পরিচ্ছন্নতাকর্মী সাংবাদিকদের বলেন, মাংসগুলো ছোট ছোট করে টুকরা করা। তরল পয়ঃবর্জ্যের মধ্যে থেকে সেগুলো অনেকটা ফ্যাকাশে এবং নরম হয়ে গেছে।

এদিকে, এমপি আজিম হত্যায় জড়িতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতে দোষীদের বিচারের আওতায় আনা সম্ভব, এমন দাবি করেছেন কলকাতায় অবস্থানরত ডিবি প্রধান হারুন অর রশীদ।

এমপিকে হত্যা করে তারই জামা পরে বেরিয়েছিল কসাই জিহাদ | ঝিনেদা24


নিউজ ডেস্ক : কলকাতার নিউটাউনে একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। এরপর লাশের টুকরোগুলো ব্যাগেজে করে নিয়ে নিউটাউনের ভাঙড় এলাকার নানা জায়গায় ছড়িয়ে দেওয়া হয়।

নৃশংস এই হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। পুলিশের বরাতে আজ মঙ্গলবার (২৮ মে) হিন্দুস্তান টাইমনের প্রতিবেদনে বলা হয়েছে, এমপি আনারের দেহ টুকরো টুকরো করার পর তারই টি-শার্ট পরে বেরিয়ে যায় কসাই জিহাদ।

সিআইডি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, খুন করার পরে রাজারহাটের ফ্ল্যাটে ওই সাংসদের দেহ থেকে চামড়া ছাড়িয়ে ফেলা হয়েছিল। এমপির কাছে থাকা ৪.৩ লাখ টাকা তারা নিয়ে নেয়। এমনকি তার (এমপির) টি-শার্ট পরেই সেই কসাই বেরিয়ে যায়।

মহম্মদ সিয়াম হোসেন নামে এক অভিযুক্ত সেই টাকা নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। সে নেপালে গা ঢাকা দিয়ে থাকতে পারে। আর মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

হিন্দুস্তান টাইমনের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই থেকে কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে আসা হয়েছিল। তার বয়স ২৪ বছর। জিহাদ পুলিশকে জানিয়েছে, ১৩ মে সারারাত ধরে এমপির দেহ কাটতে হয়েছিল। কাজ করার সময় তাদের মদ খেতে হয়েছিল। পরের দিন জিহাদ এমপির জামা পরেই বেরিয়ে যায়। কারণ তার জামায় রক্তের দাগ লেগে ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বিকেল ৩টা নাগাদ ওই সাংসদ ফ্ল্যাটে ঢোকে। তখন তার সঙ্গে ছিল ফয়জল ও শিমূল ভুঁইয়া। মডেল শিলাস্তি রহমান সে সময় ছিল ওপরতলায়।

এমপি হত্যার ঘটনায় শিলাস্তির ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সূত্র বলছে, খুনের সময় কলকাতায় ছিলেন শিলাস্তি। তবে তিনি সম্ভবত খুনের সময় ওই ঘরে ছিলেন না। শিলাস্তি নিজেও দাবি করেছেন, তিনি এই খুনের ব্যাপারে কিছুই জানতেন না।

খবরে বলা হয়েছে, এই খুনের মূল হোতা আখতারুজ্জামান শাহিন। তার সঙ্গে ওই সাংসদ আনোয়ারুল আজীম আনারের ব্যবসায়িক সম্পর্ক ছিল।

মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

শৈলকুপায় লাঠির আঘাতে কিশোর নিহত || ঝিনেদা24


ঝিনাইদহের শৈলকুপায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে যুবকের বাশের লাঠির আঘাতে কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমার নদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ওই গ্রামের যুবক কিশোর আসিফ নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলো। সেসময় একই গ্রামের যুবক সনি হোসেন সেখানে গোসল করতে যায়। সনিকে একটু দুরে গিয়ে গোসল করতে বললে উভয়ের মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সনি বাশ দিয়ে আসিফকে আঘাত করে। বাশের মাথার সুচালো অংশ আসিফের ঘাড়ে ঢুকে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ শৈলকূপা থানা ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে যুবক সনি। আসামি ধরার চেষ্টা চলছে।

মাদকসেবন করিয়ে ধর্ষণ, ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন || ঝিনেদা24


ঝিনাইদহ জেলা প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক  (জেলা ও দায়রা জজ) মোঃ মিজানুর রহমান এই রায় প্রদান করেন। রায় প্রদানের সময় খন্দকার ফারুকুজ্জামান ফরিদ আদালতে উপস্থিত ছিলেন। ফরিদ নরহরিদ্রা গ্রামের খোন্দকার আমিরুজ্জামানের ছেলে। তিািন বর্তমানে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রীজ পাড়ায় বসবাস করেন।আদালতের রায় সুত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ এপ্রিল খন্দকার ফারুকুজ্জামান ফরিদের নিজ গ্রাম সদর উপজেলার নৃসিংহপুরে এক বিচারপ্রার্থী নারী চম্পা খাতুনকে মাদকদ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করেন।

 এ ঘটনায় ১৯ এপ্রিল ওই নারী ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। ধর্ষন মামলা থেকে বাঁচতে ওই নারীকে বিয়ে করে আবার একই টেবিলে বসে তালাকও দেন ফরিদ। ধর্ষিতা চম্পা খাতুন ঝিনাইদহ শহর সংলগ্ন পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া বটতলা পাড়ার ফারুক হোসেনের মেয়ে।

এদিকে ধর্ষন মামলার পর ফারুকুজ্জামান ফরিদ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। ২০২২ সালের ১৬ এপ্রিল খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে সাময়িক বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান।ঝিনাইদহের আদালত মামলাটি অধিকতর তদেন্তর জন্য ডিএনএ টেষ্ট করার জন্য ঢাকায় পাঠায়। ডিএনএ টেষ্টে ফরিদ ফেঁসে যায়। এ কারণে ঝিনাইদহ সদর উপজেলা আ’লীগ তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক বহিস্কার করেন।

বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারায় অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় তাকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ লাখ টাকা জরিামনা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়  এই মামলায় ফরিদের গাড়িচালক চালক হুদা বাকড়ী গ্রামের ইউনুস মুন্সির ছেলে নজরুল ইসলামের বিরুদ্ধে দোষ প্রমানিতম না গহওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেছে। রাষ্ট্র পক্ষে এ্যাড বজলুর রহমান ও আসামী পক্ষে এ্যাডভোকেট নেকবার আলী মামলাটি পরিচালনা করেন।

সেই সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংকে মিলল খণ্ডিত দেহ || ঝিনেদা24



বিশেষ প্রতিনিধি-

কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে মরদেহের কিছু খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় কলকাতা থেকে এ তথ্য জানিয়ে তিনি বলেন, উদ্ধার করা খণ্ডিত অংশগুলো সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অংশ কি না, ডিএনএ টেস্টের পর তা জানা যাবে।

সোমবার (২৭ মে) ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম। এ সময় সঞ্জিভা গার্ডেন্সের সেই ফ্ল্যাটে নেয়া হয় কলকাতায় গ্রেফতার কসাই জিহাদ হাওলাদারকে (২৪)।

অপরদিকে বাংলাদেশে গ্রেফতার তিনজনকে ভিডিও কলে যুক্ত করে জিহাদের সঙ্গে সামনাসামনি জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এলেও মেলেনি সংসদ সদস্য আনারের দেহাংশ।

পরে মঙ্গলবার (২৮ মে) কলকাতার গোয়েন্দা পুলিশকে সংসদ সদস্য আনারের দেহাংশের খোঁজে সঞ্জিভা গার্ডেন্সের ফ্ল্যাটের কমোড, স্যুয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ জানান ডিবির হারুন। পাশাপাশি হাতিশালা লেকও সার্চের অনুরোধ করা হয়। 

১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর খবর আসে, ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ট্রলিব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দিয়েছে হত্যাকারীরা।

এ ঘটনায় ভারত ও বাংলাদেশে ছয়জন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছেন। 


সোমবার, ২৭ মে, ২০২৪

শপথ নিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ | ঝিনেদা24

নবনির্বাচিত সংসদ সদস্য মো. নায়েব আলী জোয়াদ্দার

ঝিনাইদহ প্রতিনিধি -

শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদের ঝিনাইদহ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নায়েব আলী জোয়াদ্দার। রোববার (২৬ মে) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নতুন এমপিকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ সানজিদা খানম এমপি এবং মো. নাসের শাহরিয়ার জাহেদী এমপি উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী মো. নায়েব আলী জোয়াদ্দার শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই অসুস্থতাজনিত কারণে গত ১৬ মার্চ মারা গেলে আসনটি শূন্য হয়। এই আসনে ভোটের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে আর কোনো প্রার্থী না থাকায নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। নির্বাচনের তফসিল ঘোষনার পর ২৫ জন ফর্ম তুলেছিল নৌকার মাঝি হওয়ার জন্য। কিন্তু সবাইকে টপকে নায়েব আলী নৌকা প্রতীক পান। এরপর ঝিনাইদহের শৈলকূপা থেকে নায়েব আলীর সাথে প্রতিদ্বন্দিতা করতে আরো ৩ জন মনোনয়ন জমা দেন। সেখানে ১ জনের মনোনয়ন বাতিল হয় আর বাকি দুইজন মনোনয়ন প্রত্যাহার করে নেন গত ১৮ ই মে।


শুক্রবার, ২৪ মে, ২০২৪

ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে নতুন এসিল্যান্ড সজল কুমার দাসের যোগদান


ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে নতুন এসিল্যান্ড হিসাবে সজল কুমার দাস যোগদান করেছেন। ৩৭ তম বিসিএসএর মাধ্যমে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে ২০১৯ সালে ফেনী জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। সেখান থেকে তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা ভূমি অফিসে কর্মরত থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে যোগদান করেছেন। দীর্ঘ তিন মাস পরে অবশেষে নতুন এসিল্যান্ড পেয়ে সেবা গ্রহীতারা আশায় বুক বেধেছে তাদের কাংখিত সেবা পাবে। ইতি মধ্যে নবাগত এসিল্যান্ড সজল কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। 

নবাগত এসিল্যান্ড সজল কুমার দাস বলেন, আমি সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী ও স্মার্ট জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক সদর উপজেলা ভূমি অফিসকে একটি স্মার্ট ভূমি অফিসে রুপান্তরিত করতে চাই। এসময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

‘বাবার লাশের এক টুকরো মাংস চাই, জানাজা করাতে চাই’ || ঝিনেদা 24


ঝিনাইদহ জেলা প্রতিনিধি-

‘আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই। যে মাংসের টুকরো ছুঁয়ে দেখতে পারি। সে মাংসের টুকরোকেই বাবা মনে করে জানাজা করাতে চাই।’

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেছেন চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে নৃশংসভাবে হত্যার শিকার হওয়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। 

শুক্রবার ‘এমপি আজিমকে হত্যার সুষ্ঠু বিচার ও হত্যার পরিকল্পনাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানেই কাঁদতে কাঁদতে বাবার হত্যার বিচার চেয়ে এসব কথা বলেন ডরিন। 

বিকাল ৫টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করেন। 

ডরিন বলেন, প্রধানমন্ত্রী বাবা হারানোর ব্যথা-কষ্ট বোঝেন। তিনি আমার বাবা হারানোর বেদনা বুঝবেন। তার বাবার হত্যার বিচার করেছেন, আমার বাবা হত্যার বিচারও করবেন। হত্যার পরিকল্পনাকারীকে ধরার পরই খতিয়ে দেখা যাবে আসলে সে এত বড় অপকর্ম কেন ঘটাল। এর বিচার অবশ্যই হবে।

এদিকে ঢাকা থেকে বৃহস্পতিবার মধ্যরাতে বাসায় ফেরেন আনারকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। শুক্রবার দুপুরে শহরের ভূষণ স্কুল সড়কে নিজ বাসভবনের নিচে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান, সহ-সভাপতি শামীম আরা মান্নান, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ অন্যরা। 

এ সময় তিনি তার বাবার হত্যার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি দাবি করেন। ডরিন বলেন, আমি ভারতের ভিসা পেয়েছি। তবে ডিবি অফিস থেকে আমাকে বলেছে, যখন প্রয়োজন হবে তখন ভারতে যেতে হবে।

এমপি আনারকন্যা বলেন, প্রধানমন্ত্রী নিজে আমাকে ফোন দিয়েছেন। তিনি আমাকে ধৈর্য ধরতে বলেছেন। তিনি বলছেন আমি তোমার সঙ্গে আছি। তুমি আমাকে বলেছ তোমার বাবাকে খুঁজে দিতে, আমি ইন্ডিয়ান পুলিশকে দিয়ে তোমার বাবাকে খুঁজে দিয়েছি। আর কী চাও আমাকে বলো। এখন পুলিশ তদন্ত করবে রিপোর্ট আসলে আমি ব্যবস্থা নেব। আর কিছু করতে হলে আমাকে জানাও। আমি তখন বলেছি, না আপা আপনি যা ভালো মনে করেন করবেন। আপনি বিচক্ষণ, আপনিই এর বিচার করবেন। 

রবিবার, ১৯ মে, ২০২৪

এমপির সাথে পরিবারের যোগাযোগ বিছিন্ন; প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা | ঝিনেদা24



ঝিনাইদহ ০৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এমপি'র সাথে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 
পারিবারিক তথ্যসূত্রে জানা যায়, গত ৪ দিন আগে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসার জন্য গিয়েছেন যাওয়ার পর গত ৩ দিন যাবত তার সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন এমনকি মুঠোফোন টি ও বন্ধ। 

আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, গত দুইদিন ধরে তার বাবার সাথে যোগাযোগ নেই। গত ১৩ মে  আনোয়ারুল আজিম আনার, এমপি দর্শনা - গেদে চেকপোষ্ট হয়ে ভারতে গিয়েছিলেন। কলকাতার ব্যারাকপুর এলাকায় তিনি সর্বশেষ অবস্থান করছিলেন বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। 

এক কথায় তিনি নিখোঁজ রয়েছেন এমতাবস্থায় এমপি-র পরিবার ও ঝিনাইদহ ০৪ আসনের সাধারন জনগন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা-র হস্তক্ষেপ কামনা করেছেন।

মাগুরা হয়ে রেলপথ ঝিনাইদহের কালিগঞ্জ সীমান্তে যাবে : রেলমন্ত্রী | ঝিনেদা24

বক্তব্য রাখছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম

মাগুরা প্রতিনিধি-


মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

গেলো শনিবার মাগুরা সদর উপজেলার মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে এ কথা বলেন মন্ত্রী।

জিল্লুল হাকিম বলেন, ‘মধুখালি হতে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে মাগুরার অংশে আমরা জমি অধিগ্রহণ শেষ করেছি।

‘এ এলাকায় রেলপথ বাস্তবায়িত হলে একটি স্বপ্নের দ্বার উন্মোচন হবে। মাগুরার মানুষ রেলপথে বিভিন্ন স্থানে সহজেই যেতে পারবে। আমরা এ রেলপথকে সম্প্রসারিত করতে চাই। ’

মন্ত্রী বলেন, ‘মাগুরা হয়ে এ রেলপথ যাবে ঝিনাইদহ অংশের কালিগঞ্জ সীমান্তে।

তিনি জানান, ইতোমধ্যে মাগুরার অংশে রেলপথ ব্রিজের প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। এ প্রকল্পে জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়ভাবে যে সমস্যাগুলো রয়েছে তা অল্প দিনের মধ্যে শেষ হবে।

এরপর মাগুরা সদর উপজেলার ঠাকুরবাড়ি এলাকায় নবনির্মিতব্য রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, প্রকল্প পরিচালক মো. আসাদুল হক, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল, সদর উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান প্রমুখ।

ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন নায়েব আলী জোয়ার্দ্দার | ঝিনেদা24


ঝিনাইদহ প্রতিনিধি -

ঝিনাইদহ-১ ( শৈলকুপা) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার। 

শনিবার (১৮ মে) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। আর কোনো প্রার্থী না থাকায় একমাত্র বৈধ প্রার্থী হিসেবে নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দীতায় বে-সরকারিভাবে জয়ী হয়েছেন।

ঝিনাইদহ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, উপ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ মে শনিবার। শেষ দিনে ৩ জন প্রার্থীর মধ্যে খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আব্দুল আলিম ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ কারণে একমাত্র বৈধ প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার নায়েব আলী জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ হবে বলে জানান।

প্রসঙ্গত, এই আসনের সংসদ সদস্য আব্দুল হাই অসুস্থতাজনিত কারণে গত ১৬ মার্চ তারিখে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। তিনি ২০০১ সাল থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত টানা ৫ বার এমপি ছিলেন, হয়েছিলেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীও ।

ঝিনাইদহ-১ শৈলকুপা আসনটিতে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মরহুম সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই এর স্ত্রী সেলিনা পারভীন, দলের প্রবীণ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, শিল্পপতি দুলাল বিশ্বাস, শিল্পপতি সাইদুর রহমান সজল, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজম, সাধারণ সম্পাদক শিকদার ওয়াহেদুজ্জামান ইকু সহ ২৫ জন প্রার্থী দলীয় মনোনয়ন পেতে ফর্ম সংগ্রহ করেছিলেন ।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, উপ-নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত নায়েব আলী জোয়ার্দ্দার একজন বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর সর্বকনিষ্ঠ গেরিলা যোদ্ধা হিসাবে পরিচিত। রাজনৈতিক জীবনে তিনি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেসি কলেজ ছাত্রলীগের সাবেক এজিএস, ঝিনাইদহ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সহ আওয়ামীলীগের নানান সাংগঠনিক পদে নেতৃত্ব দিয়ে এসেছেন। বর্তমানে নায়েব আলী জোয়ার্দ্দার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য। শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ শৈলকুপার ১৪নং দুধসর ইউনিয়ন থেকে ৩বার ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি শৈলকুপা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

শুক্রবার, ১৭ মে, ২০২৪

শহরকে পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান || ঝিনেদা24



ঝিনাইদহ প্রতিনিধি-

”পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরকে পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিনের জেলা শাখার সেচ্ছাসেবকদের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। জেলা শাখার দল নেতা মো. মেহেদী হাসান এর নেতৃত্বে আজ বিকাল সাড়ে তিনটায় শহরের পৌর ইকো পার্কে এ পরিচ্ছন্নতা অভিযান করে এ সেচ্ছাসেবী দলটি।কয়েকজন তরুণ সেচ্ছাসেবক এ কাজে অংশ নেয় পৌর ইকো পার্কে পড়ে থাকা চিফেচের প্যাকেট,বিভিন্ন বোতল কাগজের টুকরোগুলো তারা কুড়িয়ে নির্দিষ্ট ডাস্টবিনে রাখে।

সাপ্তাহিক এ কর্মযজ্ঞের মধ্যে রেয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেখানে ঘটে থাকে জনসমাগম সেখানেই এই সেচ্ছাসেবীদের কার্যক্রম থাকবে বলে মন্তব্য। দলটির মূল উদ্দেশ্য হচ্ছে নিজে পরিবেশ পরিষ্কার রাখব অন্যকে পরিষ্কার রাখতে অনুরোধ করব।বিডি ক্লিনের এ দলের সদস্য সংখ্যা ৪০ জন যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। 


বিদেশী প্রভুদের পদলেহন সরকার দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে-নিতাই রায় চৌধুরী



ঝিনাইদহ প্রতিনিধি-

বিদেশী প্রভুদের পদলেহন করে ক্ষমতাসীন সরকার এ দেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। সকালে ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন যে সরকার। সেই সরকার সম্পুর্নরুপে একটি ফ্যাসিস্ট সরকার। এর  রাষ্টযন্ত্রকে সম্পুর্ণরুপে দখল করে নিয়ে বাংলাদেশকে সৈরাচারী রাষ্টে পরিণত করেছে। বাংলাদেশকে ধংসের দারপ্রান্তে নিয়ে গেছে এই সরকার। বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা সম্পুর্নরুপে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের এই প্রিয় মাতৃভুমি, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তারা জলাঞ্জলী দিবে।  তাই এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে নেতাকর্মীদের বিদ্রোহ করার আহবান জানান তিনি।

কর্মসূচীতে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি, যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব সাদাত হোসেন, ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শুরুতে শহরের কবিরপুর মোড় এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন নেতাকর্মীরা। সেখান থেকে শুরু করে নতুন ব্রীজ এলাকায় গিয়ে কর্মসূচী শেষ করেন। কর্মসূচীতে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

ঝিনাইদহে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত || ঝিনেদা 24


ঝিনাইদহ প্রতিনিধি -

ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মে) জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকালে দলটির জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।

পরে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভীন জামান কল্পনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উন্নত দেশ গড়তে সবাইকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।



মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু || ঝিনেদা 24



রবিন মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি -

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে চাচড়া রেলগেট থেকে একটু দুরে মাঠের মধ্যে রেললাইনের পাশে এক বৃদ্ধ বসে ছিল। সে রকেট ট্রেনে কাটা পড়েছে। ট্রেনটি যাওয়ার সময় বেশ কিছু সময় ধরে হর্ণ বাজিয়েছে। সে রেললাইনের উপর মাথা রেখে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা। রেললাইনের পাশে লোকটির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়ে ছিল।

কালীগঞ্জ থানা ওসি আবু আজিফ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেললাইন থেকে মরদেহ সরিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু || ঝিনেদা 24



ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে মে মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, পৌর কাউন্সিলর আবু বক্করসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০১ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিন্ম আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। 

প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪’শ ৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে।

শনিবার, ১১ মে, ২০২৪

ঝিনাইদহে ত্রুটিপূর্ণ ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন | ঝিনেদা 24




রবিন মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি -

ঝিনাইদহ সদরে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর তালা মার্কা প্রতীকের ত্রুটিপূর্ণ ফলাফল ও গেজেট স্থগিত রেখে পূনঃরায় ফলাফল প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের মিলনাতায়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস। এতে উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার জাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, ইউপি সদস্য বদরুল হাসান, আওয়ামী লীগ নেতা শেখ সেলিমসহ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাসের কর্মী সমর্থকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস অভিযোগ করে বলেন, গত ৮ মে প্রথম ধাপে সদর ও কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। কিন্তু এই পদে জেলা ও সহকারী রিটানিং কর্মকর্তা বেসরকারীভাবে যে ফলাফল প্রকাশ করেছে তা ত্রুটিপূর্ণ ও গরমিল ছিল। উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ভোট পোল হয়েছে ১লাখ ৫হাজার ৫’শ ৫৮ ভোট। কিন্তু সকল প্রার্থীর বৈধ ও অবৈধ ভোট যোগ করে দেখা যায় পোলকৃত ভোটের থেকে ৩ হাজার ৩’শ ৯৮ ভোট বেশি হয়ে তা দাড়িয়েছে ১লাখ ৮ হাজার ৯’শ ৬ ভোটে। এতে জেলা ও সহকারী রিটানিং কর্মকর্তা অনিয়ম দুর্নীতি ও পক্ষপাতিত্ব করে নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এনামুল হককে বিজয়ী ঘোষনা করে। এমনকি নির্বাচন কর্মকর্তারা ৩টি রেজাল্ট শীট তৈরি করে তাতেও ফলাফলের অসংগতি রয়েছে। এমন অনিয়মে নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে পরাজিত প্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস।



সংবাদ সম্মেলন শেষে প্রার্থীর সমর্থকরা প্রেসক্লাবের সামনে অবৈধ ফলাফল বাতিল ও গেজেট স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

০৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার || ঝিনেদা 24



ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ থেকে অবৈধ মাদকদ্রব্য ০৯ বোতল ফেন্সিডিলসহ জাকির হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ। আজ সকাল আনুমানিক ০৯:৩০ মিনিট এ জেলার সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সকালে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঝিনাইদহের সাধুহাটি গ্রাম এলাকায় পুলিশ বক্সের সামনে চেকপোস্ট বসিয়ে ডিউটি চলাকালীন অবস্থায়, জেলা গোয়েন্দা শাখার এস আই. তাপস মন্ডল সঙ্গীয় ফোর্সসহ সন্দেহ হওয়ায় জাকির হোসেনকে গ্রেফতার করে। পরে তার পরিহিত কোটের ভিতর থাকা বিশেষভাবে সংরক্ষিত অবৈধ মাদকদ্রব্য ০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। 

এদিকে আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম অব্যাহত আছে বলেও জানা যায়।

উপ-নির্বাচনে এক পদে লড়বেন ৪ জন | ঝিনেদা 24


শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি 

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীসহ মনোনয়ন ফরম দাখিল করেছেন ৪ জন। তারা হলেন, নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম বিশ্বাস (দুলাল) ও তার সহধর্মিণী মুনিয়া আফরিন এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের দলীয় প্রার্থী আব্দুল আলীম নিজামী।

উল্লেখ্য, আগামী ১৮ মে (শনিবার) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ১৯ মে (রবিবার) প্রতীক বরাদ্দ ও আগামী ৫ জুন (মঙ্গলবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শুক্রবার, ১০ মে, ২০২৪

র‍্যাবের জালে ৯৩ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার



ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুর থেকে অবৈধ মাদকদ্রব্য ৯৩ বোতল ফেন্সিডিলসহ আক্তারুল ইসলাম ও শরিফুল ইসলাম নামের ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গেল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার মহেশপুর থানার ভগবতীতলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

আজ সন্ধ্যায় র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুরের ভগবতীতলা একাকায় কতিপয় ব্যাক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে, র‍্যাব-৬ (সিপিসি-২) ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে আক্তারুল ইসলাম ও শরিফুল ইসলাম নামের ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৯৩ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল এবং নগদ ৯২০/- টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করে।

পরে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে মহেশপুর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

বজ্রপাতের ঝুঁকি কমাতে হেব্বি গ্রুপের পক্ষ থেকে তাল গাছের চারা রোপণ


রবিন মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি :

আজ একটি গাছ, আগামীকাল একটি বন। গাছ লাগান, দূষণ কমান। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময়ে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঝিনাইদহ শহরের পৌর ইকোপার্ক দেবদারু এভিনিউ নবগঙ্গা নদী পাড়ে  "তাল গাছের চারা" রোপণ করা হয়েছে।

তীব্র তাপদাহের পর  এখন দেশে প্রতিনিয়ত বৃষ্টির সময় বজ্রপাত/ বাজ পড়ে মানুষ মারা যাচ্ছে। বজ্রপাতে দেশে ৩৮ দিনে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এই তাল গাছ বাজ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

উক্ত সময়ে উপস্থিত ছিলেন - ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সহ-সভাপতি মো: সাইদুল ইসলাম টিটো, জাহান লিমন প্রধান নির্বাহী হেব্বি গ্রুপ ফাউন্ডেশন,আরেফিন অনু প্রতিষ্ঠাতা পরিচালক চারুগৃহ শিশুস্বর্গ স্কুল,  ঝিনাইদহ রেল লাইন চাই আন্দোলনের মুখপাত্র রেল আব্দুল্লা  নাহিদ হাসান রাজ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, এছাড়া ভলেন্টিয়ার সদস্য অনিক অধিকারী, আকিমুল পলাশ, প্লাবন ও অনান্য সদস্য উপস্থিত ছিলেন। 

জাহান লিমন ডেইলি ঝিনাইদহ-কে বলেন আপনারা ইতিমধ্যে জানেন  হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবার শুরু থেকে মানবিক কাজের পাশাপাশি দেশে সবুজ বনায়নের জন্য বৃক্ষ রোপণ ও বিতরণ করে আসছে।

জলবায়ু পরিবর্তনের ফলে দেশে বজ্রপাতের ঝুঁকি বেড়ে গেছে। বর্ষা মৌসুমে অনেক মানুষের প্রাণহানি ঘটে। এদিকে তালগাছ থাকলে সেই এলাকায় বজ্রপাতের ঝুঁকি কম থাকে। এ কারণে সংগঠনের পক্ষ থেকে তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্যান্য এলাকায়ও তাল গাছের চারা রোপণ করা হবে।

সড়ক নিম্নমানের বিটুমিন: ঝিনাইদহ-যশোর মহাসড়কে দুদকের অভিযান | ঝিনেদা 24


ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিনের ব্যবহার ও অন্যান্য অনিয়মের অভিযোগে ঝিনাইদহ-যশোর মহাসড়কে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার ৮ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানায়, সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিনের ব্যবহার ও অন্যান্য অনিয়মের ফলে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেশ কিছু স্থানে পিচ-পাথর জমাট বেঁধে উঁচু হয়ে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। যানবাহনগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় থেকে অভিযানটি পরিচালিত হয়।  

দুদকের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন এবং এলাকাবাসীর বক্তব্য পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া যায়। রাস্তার নমুনার ল্যাব টেস্টের রিপোর্ট পাওয়ার পর অভিযোগের বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানায় দুদক।  

অভিযানে নেতৃত্ব দেয়া সম্মিলিত জেলা কার্যালয় ঝিনাইদহের সহকারী মো. আসাদুজ্জামান জানান, সড়ক নির্মাণে ব্যবহৃত সকল উপাদানের নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাব টেষ্টের জন্য ঢাকায় স্যাম্পলগুলো পাঠানো হবে। সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছ। সেই সাথে রাস্তা নির্মাণে মাপের কোনো অনিয়ম হয়েছে কিনা তাও দেখা হচ্ছে বলে জানান তিনি।

ঝিনাইদহ-যশোর ৬ লেন সড়কের ঝিনাইদহ-কালীগঞ্জ অংশের নিয়োগকৃত ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার সাখাওয়াত বেগ জানান, সড়কটি রোড এন্ড হাইওয়ের। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত ক্ষতিগ্রস্থ অংশে সড়ক সংস্কার শুরু হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, দুদকের টিম সড়ক ও জনপদ বিভাগের অফিসে যায়। জেলার দুইটি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাই সেখানে কোনো কর্মকর্তাদের পাননি বলে জানান দুদক কমৃকর্তারা ।


প্রসঙ্গত, প্রায় ১৬ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ২০২০-২১ অর্থবছরে শুরু হওয়ায় এই সংস্কার প্রকল্প শেষ হয় গত ১০ এপ্রিল। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড-জেভি হাসান টেকনোলজি বিল্ডার্স নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংস্কার কাজের দ্বায়িত্ব পায়। আর কাজ বাস্তবায়ন করেন ঝিনাইদহের মিজানুর রহমান মাসুম নামে এক ঠিকাদার।

এমপি আনার'র হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

রবিন মাহমুদ, ঝিনাইদহ ১১ জুন- ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানবব...