রবিন মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি :
আজ একটি গাছ, আগামীকাল একটি বন। গাছ লাগান, দূষণ কমান। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময়ে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঝিনাইদহ শহরের পৌর ইকোপার্ক দেবদারু এভিনিউ নবগঙ্গা নদী পাড়ে "তাল গাছের চারা" রোপণ করা হয়েছে।
তীব্র তাপদাহের পর এখন দেশে প্রতিনিয়ত বৃষ্টির সময় বজ্রপাত/ বাজ পড়ে মানুষ মারা যাচ্ছে। বজ্রপাতে দেশে ৩৮ দিনে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এই তাল গাছ বাজ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন - ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সহ-সভাপতি মো: সাইদুল ইসলাম টিটো, জাহান লিমন প্রধান নির্বাহী হেব্বি গ্রুপ ফাউন্ডেশন,আরেফিন অনু প্রতিষ্ঠাতা পরিচালক চারুগৃহ শিশুস্বর্গ স্কুল, ঝিনাইদহ রেল লাইন চাই আন্দোলনের মুখপাত্র রেল আব্দুল্লা নাহিদ হাসান রাজ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, এছাড়া ভলেন্টিয়ার সদস্য অনিক অধিকারী, আকিমুল পলাশ, প্লাবন ও অনান্য সদস্য উপস্থিত ছিলেন।
জাহান লিমন ডেইলি ঝিনাইদহ-কে বলেন আপনারা ইতিমধ্যে জানেন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবার শুরু থেকে মানবিক কাজের পাশাপাশি দেশে সবুজ বনায়নের জন্য বৃক্ষ রোপণ ও বিতরণ করে আসছে।
জলবায়ু পরিবর্তনের ফলে দেশে বজ্রপাতের ঝুঁকি বেড়ে গেছে। বর্ষা মৌসুমে অনেক মানুষের প্রাণহানি ঘটে। এদিকে তালগাছ থাকলে সেই এলাকায় বজ্রপাতের ঝুঁকি কম থাকে। এ কারণে সংগঠনের পক্ষ থেকে তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্যান্য এলাকায়ও তাল গাছের চারা রোপণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন