বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

আওয়ামী লীগ প্রার্থী নায়েব আলীর মনোনয়নপত্র জমা

 ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচন


শৈলকুপা প্রতিনিধি:
ঝিনাইদহ-১ আসনের উপ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন নৌকা প্রতিক পাওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান এর নিকট তিনি স্ব-শরীরে এসে মনোনয়নপত্র জমা দেন।
গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু আবদুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে আসনটি ওইদিনই শূন্য হয়। শূন্য হওয়া আসনে আগামী ৫ জুন ভোটগ্রহণ করার সিদ্ধান্দ নেয় নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে, গত ০৬ মে এ আসনের উপ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেন হাইকোর্ট। পরবর্তীতে গত ৮ই মে পুনরায় আগামী ০৫ জুন এ আসনে ভোট গ্রহনের ব্যাপারে সিদ্ধান্ত প্রাদান করে হাইকোর্ট।
আগামীকাল ১০ মে মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। এবং মনোনয়ন যাচায়-বাছায় ১১ মে, এবং রিটার্নিং কর্মকর্তার রায়ের বিরুদ্ধে আপিল করার সময় ১২-১৬মে এবং নিষ্পত্বি ১৭ই মে।মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৮ মে এবং প্রতিক বরাদ্দ দেয়া হবে ১৯ মে।
এরপর থেকেই আনুষ্ঠানিক প্রচার প্রচারনায় ব্যাস্ত হবেন প্রার্থীরা।এ আসন থেকে এর আগে কখনোই বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার সংসদ নির্বাচন করেনি।তবে তিনি শৈলকুপা উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এমপি আনার'র হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

রবিন মাহমুদ, ঝিনাইদহ ১১ জুন- ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানবব...