মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

এমপি আনার'র হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন



রবিন মাহমুদ, ঝিনাইদহ ১১ জুন-

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে কালীগঞ্জের সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।


এতে ব্যানার ফেস্টুন নিয়ে তার ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেয়। কর্মসূচীতে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, এমপি আনার হত্যায় ঘটনায় জেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এতে আমরা ধারনা করছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। তাই এই হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের খুজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করা হয় কর্মসূচী থেকে।

সোমবার, ১০ জুন, ২০২৪

মহেশপুরে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করেছে পুলিশ



জেলা প্রতিনিধিঝিনাইদহ :   ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ নকল পিস্তল ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসহ ইমরান হোসেন (৩৫) ও হাসান সদ্দার (২৬) নামের দু’জন যুবককে আটক করেছে।

রোববার (৯ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন - মহেশপুর উপজেলার নাটিমা ঘোষপাড়ার মৃত আনার হোসের ছেলে ইমরান হোসেন ও একই এলাকার সদ্দার পাড়ার কামাল সদ্দারের ছেলে হাসান সদ্দার।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাটিমা ঘোষপাড়ার মৃত আনার হোসের ছেলে ইমরান হোসেনের বাড়িতে তল্লাশি করে একটি নকল পিস্তল, একটি চাইনিজ কুড়াল, দু’টি দা, একটি শাবল, একটি তালা ভাঙ্গার পাইপ, গাজা তৈরির সরঞ্জামসহ ইমরান ও হাসান সদ্দারকে আটক করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

সড়কে ঝরল কীটনাশক বিক্রয়কর্মীর প্রাণ || ঝিনেদা24

 

রবিন মাহমুদ, ঝিনাইদহ -

ঝিনাইদহের মহেশপুরে বাসের ধাক্কায় মোশাররফ খাঁন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলার কাটাখালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোশাররফ কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের হেলাল উদ্দিন খানের ছেলে। তিনি একটি কীটনাশক কোম্পানির বিক্রয়কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, আজ দুপুরে মোশাররফ খাঁন মোটরসাইকেল যোগে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর থেকে কালীগঞ্জ ফিরছিলেন। পথেই কালীগঞ্জ - জীবননগর সড়কের মহেশপুর উপজেলার কাটাখালি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী শাপলা পরিবহনের একটি বাস মোশাররফকে বহনকারী মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। সে সময় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও বাড়ি ফেরার দাবীতে মানববন্ধন



রবিন মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও বাড়ি ফেরার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার গাড়াগঞ্জ মিয়া জিন্নাহ আলম ডিগ্রি কলেজের সামনে এ কর্মসুচির আয়োজন করে নির্যাতনের শিকার ভুক্তভোগী কয়েকশ পরিবারের সদস্যরা।

সেসময় উপজেলার অক্ষন লক্ষণদিয়া, বেস্টপুর, গোবিন্দপুরসহ বিভিন্ন গ্রামের হামলার শিকার পরিবারের সদস্যরা অংশ নেয়।

কর্মসূচীতে লক্ষণদিয়া গ্রামের ভুক্তভোগী মানিক হোসেন, সাবু মেম্বর, ব্রাহিমপুর গ্রামের আগা খাঁ, চাঁদ আলী ফকিরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, গত ২১ মে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল সাইকেল প্রতিকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বিজয়ী হওয়ার পর থেকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম মার্কার শামীম হোসেন মোল্লার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা করছে বিজয়ী প্রার্থীর সমর্থকরা। হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হচ্ছে। তাড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি থেকে। বাড়ি ফিরতে হলে চাঁদা দাবী করা হচ্ছে। তাই এ সহিংসতা বন্ধ ও বাড়ি ফেরার ব্যবস্থা করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

ঝিনাইদহে ২৪’শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ || ঝিনেদা24



রবিন মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি-

গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন (উফশী) ধান এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ২৪’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ ও ধান বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ পেঁয়াজ ও ধান বীজ এবং সার বিতরণ করা হয়।

কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, উপজেলা সহকারী কৃষি অফিসার জুনায়েদ হাবিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, চলতি খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২ হাজার ৪’শ কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি করে উন্নত জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি ২০ কেজি। এছাড়া উন্নত জাতের রোপা আমন (উফশী) ধান ৫ কেজি করে, ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি করে  বিতরণ করা হয়।

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় আলমসাধু চালক নিহত | ঝিনেদা24



রবিন মাহমুদ, ঝিনাইদহ -

ঝিনাইদহ সদরে গোপিনাথপুর এলাকায় ট্রাকের সাথে মাছ বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আছাদুল (৩৫) নামের এক আলম সাধু চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। সে মেহেরপুর জেলার গাংনি থানার যুগীরগোফা গ্রামের তাইজুল মিস্ত্রির ছেলে। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, সকালে আলমসাধু যোগে মেহেরপুরের গাংনি এলাকা থেকে ড্রামে মাছ নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল আছাদুল। পথিমধ্যে ঝিনাইদহের গোপিনাথপুর এলাকায় ডিঙ্গেমারা ব্রীজের সামনে পৌছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে আলমসাধুটি'র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়ীটিকে আটক করতে পারেনি পুলিশ।

বুধবার, ২৯ মে, ২০২৪

ঝিনাইদহে একজনকে গলাকেটে হত্যা || ঝিনেদা24

ঝিনাইদহের মহেশপুরে শাহাজাহান ফকির নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৮ মে) রাতে উপজেলার বেলের মাঠ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত শাহাজাহান চিশতিয়া তরিকার একজন অনুসারী। তিনি মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বামুনগাছি গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে।

স্থানীয়দের থেকে জানা যায়, গেল রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দু’ব্যক্তি শাহজাহানের বাড়িতে এসেছিল। এরপর স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে হত্যা করে পালিয়ে যায় তারা। সকালে তার অসুস্থ স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের খবর দেয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে শাহজাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এমপি আনার'র হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

রবিন মাহমুদ, ঝিনাইদহ ১১ জুন- ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানবব...